Shanto-Mariam University of Creative Technology

Photo gallery


27973869_2033561696856747_125794683237052576_n.jpg
0 viewsআজ রাজধানীর উত্তরায় পলওয়েল কনভেনশন সেন্টারে অত্যন্ত সৌহার্দ্যপূর্ন ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হল শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র স্প্রিং সেমিস্টার, ২০১৮-এর নবীনবরণ অনুষ্ঠান। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণসহ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত, ট্রেজারার প্রফেসর শামসুন নাহার, রেজিষ্ট্রার এ আর. হোসনে আরা রহমান, প্রক্টর ড. গোলাম মোস্তাফা,
27973869_2033562393523344_5071786101502690904_n.jpg
0 viewsট্রাস্টি বোর্ডের সম্মানীত সদস্য ডা: আহসানুল কবীর, টিআই এন্ড স্টুডেন্ট কাউন্সেলিং-এর পরিচালক লে: কর্ণেল আব্দুস সালাম(অব:), পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ১১ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
27973890_2033562126856704_1621343049464731188_n.jpg
0 viewsএরপর শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও বিশ্ববিদ্যালয়ের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী ও থিম সং পরিবেশন ও ড. গোলাম মোস্তফার স্বাগত বক্তব্য শেষে নবীনদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আব্দুস সালাম, ফাইন এন্ড পারফর্মিং আর্টস এর ডীন প্রফেসর ড. মোঃ জামান খান, ম্যানেজমেন্ট এন্ড জেনারেল স্ট্যাডিজের ডীন প্রফেসর ড. এম মনোয়ার হোসেন ও ফ্যাকাল্টি অব ডিজাইন এন্ড টেকনোলজির ডীন প্রফেসর ড. এম আব্দুল হালিম শেখ।
28055792_2033561023523481_540874813927804802_n.jpg
0 viewsএরপর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম সিরাজুল ইসলামের সহযোগিতায় বিভাগীয় প্রধান ও সমন্বয়কগণদের সাথে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন উপাচার্য প্রফেসর ড. কাজি মোঃ মফিজুর রহমান। বিশ্ববিদ্যালয়ের কালচারাল বিভাগের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের চৌকষ শিল্পী ও কলাকুশলীগণ।
28055814_2033562696856647_6963582400582865549_n.jpg
0 viewsএরপর অত্যন্ত আনন্দঘন পরিবেশে ট্রাস্টি বোর্ডের সম্মানীত সদস্য ডা: আহসানুল কবীর ও জয়েন্ট প্রক্টর মোঃ জহুরুল হকের পরিচালনায় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘তোমরাই আজকের সৈনিক, যারা জাতীর পিতা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখবে শিক্ষা গ্রহণে মনোনিবেশ করার মধ্য দিয়ে।
28055917_2033560810190169_8124497427604096337_n.jpg
0 viewsতোমাদের জন্য সর্বোচ্চ শিক্ষার সার্বিক পরিবেশ এখানে প্রস্তুত রয়েছে। তারপরও কোন কিছুর প্রয়োজন হলে সংশ্লিষ্টদের জানাবে অথবা আমার কাছে আসবে। তোমাদের জন্য আমার দরজা সবসময় উন্মুক্ত আছে এবং থাকবে।’ সর্বশেষে সম্মানীত রেজিষ্ট্রার এ আর. হোসনে আরা রহমানের ধন্যবাদ জ্ঞাপন ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
28055939_2033562766856640_30660161234585028_n.jpg
0 views
28055959_2033561296856787_7382582787100311130_n.jpg
0 views
28056174_2033562143523369_9043216949747919432_n.jpg
0 views
28056236_2033561293523454_1829772786261043868_n.jpg
0 views
28056351_2033561376856779_823896643694347423_n.jpg
0 views
28056774_2033561206856796_8453281305747316154_n.jpg
0 views
49 files on 5 page(s) 3