Shanto-Mariam University of Creative Technology

Photo gallery


Last additions - ফাইন আর্টস ও মিউজিক ডিপার্টমেন্টের আউটকাম-বেজড কারিকুলাম কর্মশালা
29425411_2051117771767806_7362126398062712729_n.jpg
0 viewsএই পর্বে স্বাগত বক্তব্য রাখেন, মিউজিক ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার নন্দী। এই পর্বে ওয়ার্কশপ স্পিকার ছিলেন মিউজিক ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক ড. হারুন-অর-রশীদ। ওয়ার্কশপ স্পিকার ফলপ্রসূ শিক্ষা বা আউটকাম-বেজড কারিকুলাম কনসেপ্টকে শিক্ষার মূল প্রয়োগিক শক্তি উল্লেখ করে এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার আহবান জানান।Sep 22, 2018
29366387_2051117768434473_3778994378415026043_n.jpg
0 viewsবিশ্ববিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্টও একই বিষয়ের উপর পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল ৫নং ক্যাম্পাসের পৃথক ভেন্যুতে এটি অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ টায় উপস্থিতিদের রেজিষ্ট্রেশন, স্বাগত বক্তব্য, ওয়ার্কশপ স্পিকারের জীবনবৃত্তান্ত, টেকনিক্যাল সেশন, ওয়র্কিং সেশন ও গ্রুপিং টাস্ক এবং ভোট অব থ্যাংকসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।Sep 22, 2018
29343305_2051117765101140_2875835128440217692_n.jpg
0 viewsঅনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ফাইন এন্ড পারফর্মিং আর্টস এর সাবেক ডিন প্রফেসর ড. জামান খান সহ আইকিউএসি এর সম্মানীত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ওয়ার্কশপ স্পিকার তারানা হালিমের বায়োগ্রাফী তুলে ধরা হয়। স্বাগত বক্তব্য রাখেন, ফাইন আর্টস এর সহকারী অধ্যাপক আমানুল্লাহ্। টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ফাইন আর্টস এর লেকচারার মাইদুল ইসলাম খান। এরপর ছিল মুক্ত আলোচনা, ওয়ার্কিং সেশন ও গ্রুপিং টাস্ক। সর্বশেষে সহকারী অধ্যাপক সাইয়েদা তাহেরের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। Sep 22, 2018
29342717_2051117911767792_6664091500842996282_n.jpg
0 viewsগত বৃহস্পতিবার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-র ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ফাইন আর্টস এন্ড মিউজিক ডিপার্টমেন্টের এসএ কমিটি ওয়ার্কশপ অন আউটকাম-বেজড কারিকুলাম শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে। উত্তরা ১২ নং সেক্টরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ৫নং ক্যাম্পাসে সকাল ১০টায় এটি অনুষ্ঠিত হয়। আইকিউএসি-র পরিচালক ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ এবং মোঃ আনুয়ারুল হক অনুষ্ঠান পরিচালনা করেন।Sep 22, 2018
4 files on 1 page(s)