Shanto-Mariam University of Creative Technology

Photo gallery

Last additions
28869984_2043236099222640_8607118659234569449_n.jpg
0 viewsSep 22, 2018
28783453_2043235845889332_1486639594700039864_n.jpg
0 viewsSep 22, 2018
28685912_2043235832556000_473290021523195398_n.jpg
0 viewsSep 22, 2018
28685627_2043236222555961_1559041270829910151_n.jpg
0 viewsঅনুষ্ঠানের জুরিবৃন্দ উপস্থাপিত নকশার প্রয়োগিক দিক আলোচনা করে ত্রুটি বিচ্যুতি, দিকনির্দেশনা প্রদান ও অধিকাংশ নকশার বিষয় বৈচিত্র ও কাজের নিপুণতার ভূয়শী প্রশংসা করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত উপাচার্য প্রফেসর ড. কাজী মো. মফিজুর রহমান, রেজিস্ট্রার ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণও শিক্ষার্থীদের নকশার বিষয় বস্তু, উপস্থাপনা ইত্যাদির প্রশংসা করেন ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিযোগিতায় ভবিষ্যতে আরো বেশী অংশগ্রহনের বিষয়ে তাগিদ দেন।Sep 22, 2018
28577544_2043236269222623_7278829105756572695_n.jpg
0 views নর্থসাউথের জুরি আর্কিটেক্ট সুজাউল ইসলাম মোক্তার হোসেনের হাসপাতালের নকশাকে অত্যন্ত চ্যালেঞ্জিং উল্লেখ করে বলেন, এ জাতীয় নকশা অত্যন্ত স্পর্শকাতর, কারন কাজ শেষ হওয়ার আগ অবদি এসব নকশার পরিবর্তন পরিবর্ধন হতেই থাকে। সে হিসেবে ও যা করেছে তাতে বড় কোন পরিবর্তনের কোন যায়গা ও রাখেনি। এভাবে প্রায় সকল প্রজেক্ট এর সুনির্দিষ্ট মূল্যায়ন তারা করেন।Sep 22, 2018
28577541_2043236212555962_1246148600214688216_n.jpg
0 viewsইন্টেরিয়র আর্কিটেকচারের বিভাগীয় প্রধান আর্কিটেক্ট এ.এফ.এম. মহিউদ্দিন আকন্দ, আর্কিটেকচার বিভাগের কো-অর্ডিনেটর আর্কিটেক্ট রুবানা সাইয়েদা আলম ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী মো. মফিজুর রহমান জুরিবৃন্দদের ফুল ও শুভেচ্ছা ক্রেস্ট হস্তান্তর করেন। অনুষ্ঠানে ইন্টেরিয়র আর্কিটেকচার বিভাগের সকল শিক্ষার্থীগণও উপস্থিত ছিলেন। স্টুডিও এক্স এর পক্ষে ছিলেন আর্কিটেক্ট সুমাইয়া বিনতে মামুন।Sep 22, 2018
28576810_2043235909222659_1755622912997178776_n.jpg
0 viewsশাহ্জালাল ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির অ্যাসোসিয়েট প্রফেসর আর্কিটেক্ট ইফতেখার রহমান, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সাবেক ফ্যাকাল্টি মেম্বার আর্কিটেক্ট কামরুজ্জামান অপু, মাত্রিক আর্কিটেক্টস্ এর প্রিন্সিপাল আর্কিটেক্ট আমিনুল ইসলাম ইমন, নর্থসাউথ ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার আর্কিটেক্ট সুজাউল ইসলাম ও ফারইস্ট ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের প্রধান আর্কিটেক্ট হারুণ জাফর। জুরিবোর্ডে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন রেজিষ্ট্রার আর্কিটেক্ট হোসনে আরা রহমান, আর্কিটেকচার বিভাগের প্রধান আর্কিটেক্ট সেলিনা আফরোজSep 22, 2018
28576791_2043235969222653_54067940857245950_n.jpg
0 viewsবিশ্ববিদ্যালয়ের উত্তরা ১৩ নং সেক্টরের ক্রিয়েটিভ হাবে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত জুরিবৃন্দদের মধ্যে ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আর্কিটেকচার বিভাগের প্রধান আর্কিটেক্ট প্রফেসর শামসুল ওয়ারেস, আর্কিটেকশন প্রাইভেট লিঃ এর পরিচালক আর্কিটেক্ট খাদেম আলী, বশিরুল হক এন্ড অ্যাসোসিয়েটস্ এর প্রিন্সিপাল আর্কিটেক্ট বশিরুল হক, ইউনিভার্সিটি অব দাম্মামের প্রফেসর ও সাবেক ফ্যাকাল্টি মেম্বার প্রফেসর আর্কিটেক্ট ড. রফিকুল হোসাইন, ডোমাস আর্কিটেক্টের প্রতিষ্ঠাতা পরিচালক আর্কিটেক্ট মোস্তফা আমীনSep 22, 2018
28575962_2043235815889335_7457421865305541017_n.jpg
0 viewsনকশাগুলো ছিল রাজধানী ও বাইরের লোকেশনের গুরুত্বপূর্ন বিভিন্ন স্থাপনা যেমন, মাল্টিমডিউল প্যাসেঞ্জার টার্মিনাল, ফেনী ইউনিভার্সিটি, টি.এম. ইন্টারন্যাশনাল আরএমজি ইন্ডাস্ট্রি, ২৫০ শয্যার হসপিটাল কমপ্লেক্স, জামদানী ইন্ডাস্ট্রিয়াল স্টেট এন্ড হাউজিং, কানেক্টিং মেট্রোরেল উইথ আরবান, ফেব্রিক সেন্টার ফর ট্র্যাডিশনাল টেক্সটাইল, ওল্ড এজ হোম, হামীম হোটেল এন্ড রিসোর্ট, স্ট্রিট চিলড্রেন রিহ্যাবিলিটেশন সেন্টার।Sep 22, 2018
28472239_2043235992555984_2993140388457099738_n.jpg
0 viewsচোখ ধাঁধানো কিংবা অনিন্দ্য সুন্দর নয়, বরং উল্লেখ করতে হয় অব্যাক্ত সৌন্দর্য্যে মোহনীয় স্থাপত্য শৈলীতে নির্মিত রকমারী প্রজেক্টের স্থাপত্য নকশায় মোড়ানো ছিল গত ৩ ফেব্রুয়ারী, শনিবারের শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির ক্রিয়েটিভ হাব। সেদিন ছিল দেশের প্রথম সৃজনশীল ও সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়টির আর্কিটেকচার বিভাগের দ্বিতীয় ব্যাচের ফাইনাল থিসিস জুরি অনুষ্ঠান। অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও সঞ্চালনায় ছিল স্টুডিও এক্স। জুরিতে মোট ১০ জন শিক্ষার্থী তাদের নিজস্ব ডিজাইনের ১০টি পৃথক স্থাপত্য নকশা উপস্থাপন করেন।Sep 22, 2018
29425411_2051117771767806_7362126398062712729_n.jpg
0 viewsএই পর্বে স্বাগত বক্তব্য রাখেন, মিউজিক ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার নন্দী। এই পর্বে ওয়ার্কশপ স্পিকার ছিলেন মিউজিক ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক ড. হারুন-অর-রশীদ। ওয়ার্কশপ স্পিকার ফলপ্রসূ শিক্ষা বা আউটকাম-বেজড কারিকুলাম কনসেপ্টকে শিক্ষার মূল প্রয়োগিক শক্তি উল্লেখ করে এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার আহবান জানান।Sep 22, 2018
29366387_2051117768434473_3778994378415026043_n.jpg
0 viewsবিশ্ববিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্টও একই বিষয়ের উপর পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল ৫নং ক্যাম্পাসের পৃথক ভেন্যুতে এটি অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ টায় উপস্থিতিদের রেজিষ্ট্রেশন, স্বাগত বক্তব্য, ওয়ার্কশপ স্পিকারের জীবনবৃত্তান্ত, টেকনিক্যাল সেশন, ওয়র্কিং সেশন ও গ্রুপিং টাস্ক এবং ভোট অব থ্যাংকসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।Sep 22, 2018
1227 files on 103 page(s) 61