Shanto-Mariam University of Creative Technology

Photo gallery


Last additions - Events
28576791_2043235969222653_54067940857245950_n.jpg
0 viewsবিশ্ববিদ্যালয়ের উত্তরা ১৩ নং সেক্টরের ক্রিয়েটিভ হাবে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত জুরিবৃন্দদের মধ্যে ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আর্কিটেকচার বিভাগের প্রধান আর্কিটেক্ট প্রফেসর শামসুল ওয়ারেস, আর্কিটেকশন প্রাইভেট লিঃ এর পরিচালক আর্কিটেক্ট খাদেম আলী, বশিরুল হক এন্ড অ্যাসোসিয়েটস্ এর প্রিন্সিপাল আর্কিটেক্ট বশিরুল হক, ইউনিভার্সিটি অব দাম্মামের প্রফেসর ও সাবেক ফ্যাকাল্টি মেম্বার প্রফেসর আর্কিটেক্ট ড. রফিকুল হোসাইন, ডোমাস আর্কিটেক্টের প্রতিষ্ঠাতা পরিচালক আর্কিটেক্ট মোস্তফা আমীনSep 22, 2018
28575962_2043235815889335_7457421865305541017_n.jpg
0 viewsনকশাগুলো ছিল রাজধানী ও বাইরের লোকেশনের গুরুত্বপূর্ন বিভিন্ন স্থাপনা যেমন, মাল্টিমডিউল প্যাসেঞ্জার টার্মিনাল, ফেনী ইউনিভার্সিটি, টি.এম. ইন্টারন্যাশনাল আরএমজি ইন্ডাস্ট্রি, ২৫০ শয্যার হসপিটাল কমপ্লেক্স, জামদানী ইন্ডাস্ট্রিয়াল স্টেট এন্ড হাউজিং, কানেক্টিং মেট্রোরেল উইথ আরবান, ফেব্রিক সেন্টার ফর ট্র্যাডিশনাল টেক্সটাইল, ওল্ড এজ হোম, হামীম হোটেল এন্ড রিসোর্ট, স্ট্রিট চিলড্রেন রিহ্যাবিলিটেশন সেন্টার।Sep 22, 2018
28472239_2043235992555984_2993140388457099738_n.jpg
0 viewsচোখ ধাঁধানো কিংবা অনিন্দ্য সুন্দর নয়, বরং উল্লেখ করতে হয় অব্যাক্ত সৌন্দর্য্যে মোহনীয় স্থাপত্য শৈলীতে নির্মিত রকমারী প্রজেক্টের স্থাপত্য নকশায় মোড়ানো ছিল গত ৩ ফেব্রুয়ারী, শনিবারের শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির ক্রিয়েটিভ হাব। সেদিন ছিল দেশের প্রথম সৃজনশীল ও সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়টির আর্কিটেকচার বিভাগের দ্বিতীয় ব্যাচের ফাইনাল থিসিস জুরি অনুষ্ঠান। অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও সঞ্চালনায় ছিল স্টুডিও এক্স। জুরিতে মোট ১০ জন শিক্ষার্থী তাদের নিজস্ব ডিজাইনের ১০টি পৃথক স্থাপত্য নকশা উপস্থাপন করেন।Sep 22, 2018
29425411_2051117771767806_7362126398062712729_n.jpg
0 viewsএই পর্বে স্বাগত বক্তব্য রাখেন, মিউজিক ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার নন্দী। এই পর্বে ওয়ার্কশপ স্পিকার ছিলেন মিউজিক ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক ড. হারুন-অর-রশীদ। ওয়ার্কশপ স্পিকার ফলপ্রসূ শিক্ষা বা আউটকাম-বেজড কারিকুলাম কনসেপ্টকে শিক্ষার মূল প্রয়োগিক শক্তি উল্লেখ করে এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার আহবান জানান।Sep 22, 2018
29366387_2051117768434473_3778994378415026043_n.jpg
0 viewsবিশ্ববিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্টও একই বিষয়ের উপর পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল ৫নং ক্যাম্পাসের পৃথক ভেন্যুতে এটি অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ টায় উপস্থিতিদের রেজিষ্ট্রেশন, স্বাগত বক্তব্য, ওয়ার্কশপ স্পিকারের জীবনবৃত্তান্ত, টেকনিক্যাল সেশন, ওয়র্কিং সেশন ও গ্রুপিং টাস্ক এবং ভোট অব থ্যাংকসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।Sep 22, 2018
29343305_2051117765101140_2875835128440217692_n.jpg
0 viewsঅনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ফাইন এন্ড পারফর্মিং আর্টস এর সাবেক ডিন প্রফেসর ড. জামান খান সহ আইকিউএসি এর সম্মানীত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ওয়ার্কশপ স্পিকার তারানা হালিমের বায়োগ্রাফী তুলে ধরা হয়। স্বাগত বক্তব্য রাখেন, ফাইন আর্টস এর সহকারী অধ্যাপক আমানুল্লাহ্। টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ফাইন আর্টস এর লেকচারার মাইদুল ইসলাম খান। এরপর ছিল মুক্ত আলোচনা, ওয়ার্কিং সেশন ও গ্রুপিং টাস্ক। সর্বশেষে সহকারী অধ্যাপক সাইয়েদা তাহেরের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। Sep 22, 2018
29342717_2051117911767792_6664091500842996282_n.jpg
0 viewsগত বৃহস্পতিবার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-র ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ফাইন আর্টস এন্ড মিউজিক ডিপার্টমেন্টের এসএ কমিটি ওয়ার্কশপ অন আউটকাম-বেজড কারিকুলাম শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে। উত্তরা ১২ নং সেক্টরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ৫নং ক্যাম্পাসে সকাল ১০টায় এটি অনুষ্ঠিত হয়। আইকিউএসি-র পরিচালক ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ এবং মোঃ আনুয়ারুল হক অনুষ্ঠান পরিচালনা করেন।Sep 22, 2018
29472747_2051130275099889_5525653670559800613_n.jpg
0 viewsSep 22, 2018
29389107_2051129991766584_3470159670182367138_n.jpg
0 viewsSep 22, 2018
29388981_2051130118433238_2846920973511642346_n.jpg
0 viewsSep 22, 2018
29388823_2051130285099888_582100293543842649_n.jpg
0 viewsSep 22, 2018
29388572_2051130075099909_605956481113329343_n.jpg
0 viewsSep 22, 2018
882 files on 74 page(s) 53