Shanto-Mariam University of Creative Technology

Photo gallery


28472239_2043235992555984_2993140388457099738_n.jpg
0 viewsচোখ ধাঁধানো কিংবা অনিন্দ্য সুন্দর নয়, বরং উল্লেখ করতে হয় অব্যাক্ত সৌন্দর্য্যে মোহনীয় স্থাপত্য শৈলীতে নির্মিত রকমারী প্রজেক্টের স্থাপত্য নকশায় মোড়ানো ছিল গত ৩ ফেব্রুয়ারী, শনিবারের শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির ক্রিয়েটিভ হাব। সেদিন ছিল দেশের প্রথম সৃজনশীল ও সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়টির আর্কিটেকচার বিভাগের দ্বিতীয় ব্যাচের ফাইনাল থিসিস জুরি অনুষ্ঠান। অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও সঞ্চালনায় ছিল স্টুডিও এক্স। জুরিতে মোট ১০ জন শিক্ষার্থী তাদের নিজস্ব ডিজাইনের ১০টি পৃথক স্থাপত্য নকশা উপস্থাপন করেন।
28575962_2043235815889335_7457421865305541017_n.jpg
0 viewsনকশাগুলো ছিল রাজধানী ও বাইরের লোকেশনের গুরুত্বপূর্ন বিভিন্ন স্থাপনা যেমন, মাল্টিমডিউল প্যাসেঞ্জার টার্মিনাল, ফেনী ইউনিভার্সিটি, টি.এম. ইন্টারন্যাশনাল আরএমজি ইন্ডাস্ট্রি, ২৫০ শয্যার হসপিটাল কমপ্লেক্স, জামদানী ইন্ডাস্ট্রিয়াল স্টেট এন্ড হাউজিং, কানেক্টিং মেট্রোরেল উইথ আরবান, ফেব্রিক সেন্টার ফর ট্র্যাডিশনাল টেক্সটাইল, ওল্ড এজ হোম, হামীম হোটেল এন্ড রিসোর্ট, স্ট্রিট চিলড্রেন রিহ্যাবিলিটেশন সেন্টার।
28576791_2043235969222653_54067940857245950_n.jpg
0 viewsবিশ্ববিদ্যালয়ের উত্তরা ১৩ নং সেক্টরের ক্রিয়েটিভ হাবে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত জুরিবৃন্দদের মধ্যে ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আর্কিটেকচার বিভাগের প্রধান আর্কিটেক্ট প্রফেসর শামসুল ওয়ারেস, আর্কিটেকশন প্রাইভেট লিঃ এর পরিচালক আর্কিটেক্ট খাদেম আলী, বশিরুল হক এন্ড অ্যাসোসিয়েটস্ এর প্রিন্সিপাল আর্কিটেক্ট বশিরুল হক, ইউনিভার্সিটি অব দাম্মামের প্রফেসর ও সাবেক ফ্যাকাল্টি মেম্বার প্রফেসর আর্কিটেক্ট ড. রফিকুল হোসাইন, ডোমাস আর্কিটেক্টের প্রতিষ্ঠাতা পরিচালক আর্কিটেক্ট মোস্তফা আমীন
28576810_2043235909222659_1755622912997178776_n.jpg
0 viewsশাহ্জালাল ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির অ্যাসোসিয়েট প্রফেসর আর্কিটেক্ট ইফতেখার রহমান, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সাবেক ফ্যাকাল্টি মেম্বার আর্কিটেক্ট কামরুজ্জামান অপু, মাত্রিক আর্কিটেক্টস্ এর প্রিন্সিপাল আর্কিটেক্ট আমিনুল ইসলাম ইমন, নর্থসাউথ ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার আর্কিটেক্ট সুজাউল ইসলাম ও ফারইস্ট ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের প্রধান আর্কিটেক্ট হারুণ জাফর। জুরিবোর্ডে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন রেজিষ্ট্রার আর্কিটেক্ট হোসনে আরা রহমান, আর্কিটেকচার বিভাগের প্রধান আর্কিটেক্ট সেলিনা আফরোজ
28577541_2043236212555962_1246148600214688216_n.jpg
0 viewsইন্টেরিয়র আর্কিটেকচারের বিভাগীয় প্রধান আর্কিটেক্ট এ.এফ.এম. মহিউদ্দিন আকন্দ, আর্কিটেকচার বিভাগের কো-অর্ডিনেটর আর্কিটেক্ট রুবানা সাইয়েদা আলম ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী মো. মফিজুর রহমান জুরিবৃন্দদের ফুল ও শুভেচ্ছা ক্রেস্ট হস্তান্তর করেন। অনুষ্ঠানে ইন্টেরিয়র আর্কিটেকচার বিভাগের সকল শিক্ষার্থীগণও উপস্থিত ছিলেন। স্টুডিও এক্স এর পক্ষে ছিলেন আর্কিটেক্ট সুমাইয়া বিনতে মামুন।
28577544_2043236269222623_7278829105756572695_n.jpg
0 views নর্থসাউথের জুরি আর্কিটেক্ট সুজাউল ইসলাম মোক্তার হোসেনের হাসপাতালের নকশাকে অত্যন্ত চ্যালেঞ্জিং উল্লেখ করে বলেন, এ জাতীয় নকশা অত্যন্ত স্পর্শকাতর, কারন কাজ শেষ হওয়ার আগ অবদি এসব নকশার পরিবর্তন পরিবর্ধন হতেই থাকে। সে হিসেবে ও যা করেছে তাতে বড় কোন পরিবর্তনের কোন যায়গা ও রাখেনি। এভাবে প্রায় সকল প্রজেক্ট এর সুনির্দিষ্ট মূল্যায়ন তারা করেন।
28685627_2043236222555961_1559041270829910151_n.jpg
0 viewsঅনুষ্ঠানের জুরিবৃন্দ উপস্থাপিত নকশার প্রয়োগিক দিক আলোচনা করে ত্রুটি বিচ্যুতি, দিকনির্দেশনা প্রদান ও অধিকাংশ নকশার বিষয় বৈচিত্র ও কাজের নিপুণতার ভূয়শী প্রশংসা করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত উপাচার্য প্রফেসর ড. কাজী মো. মফিজুর রহমান, রেজিস্ট্রার ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণও শিক্ষার্থীদের নকশার বিষয় বস্তু, উপস্থাপনা ইত্যাদির প্রশংসা করেন ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিযোগিতায় ভবিষ্যতে আরো বেশী অংশগ্রহনের বিষয়ে তাগিদ দেন।
28685912_2043235832556000_473290021523195398_n.jpg
0 views
28783453_2043235845889332_1486639594700039864_n.jpg
0 views
28869984_2043236099222640_8607118659234569449_n.jpg
0 views
   
10 files on 1 page(s)